1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে ইলিশ সংরক্ষণে জনসচেতনতামুলক সভা

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২০২ বার পঠিত
oplus_2

সোনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ইলিশ সংরক্ষণ উপলক্ষে জনসচেনতামুলক সভা করা হয়েছে। মঙ্গলবার(১ অক্টোবর) বিকেলে আনন্দবাজার এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য অফিস এ সভার আয়োজন করা হয়।

উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা ড.ফজলুল কাবির। আরও উপস্থিত ছিলেন, বৈদ্দ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো:আমিনুল ইসলাম, আনন্দ বাজার বাজার কমিটির সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক আব্দর রহমান, উপজেলা মৎস্য অফিসের ফিন্ড এ্যাসিসটেন্ট মোস্তাফিজুর রহমান, বারদী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জিলানী প্রমুখ।

উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ শিকার ও বিক্রয় করা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।  ইলিশ সংরক্ষণে কঠোর অবস্থানে রয়েছে।

এবছর মেঘনানদীতে যারা ঝোপ দেওয়ার ব্যবস্থা করছেন তারা নদীতে ঝোপ দেওয়া বন্ধ করে দেন। আমরা কারো ক্ষতি করতে চাই না। তবে কেউ ঝোপ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর