1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে ভাইস চেয়ারম্যান হলেন মাছুম চৌধুরী

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাছুম চৌধুরী। তিনি তালা প্রতীক নিয়ে ৩৮ হাজার হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তা্র নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ মাহাবুব আলম টিয়াপাখি প্রতীক নিয়ে ৩৬ হাজার ৯৪০ পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে মাসুম চৌধুরী (তালা) প্রতীকে ৩৮ হাজার ৯৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে (টিয়াপাখি) প্রতীকে ৩৬ হাজার ৯৪০ ভোট, আবুল ফয়েজ শিপন (চশমা) প্রতীকে ৩১ হাজার ৯১ ভোট, আজিজুল ইসলাম মুকুল (মাইক) প্রতীকে ২০ হাজার ৫৮৬ ভোট, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া (টিউবওয়েল) প্রতীকে ১৮ হাজার ৭০৮ ভোট ও জহিরুল ইসলাম খোকন (উড়োজাহাজ) প্রতীকে ৮ হাজার ৩৭৭ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফরিদা পারভীন শ্যামলী (ফুটবল) প্রতীকে ৫২ হাজার ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে অ্যাডভোকেট নুরজাহান (সেলাই মেশিন) প্রতীকে ৩৩ হাজার ১৮৬ ভোট, হেলেনা আক্তার (কলস) প্রতীকে ২৪ হাজার ৩৫০ ভোট, মাহমুদা আক্তার ফেন্সি (হাঁস) প্রতীকে ২৪ হাজার ২৫১ ভোট ও কোহিনুর ইসলাম রুমা (বৈদ্যুতিক পাখা) প্রতীকে ২০ হাজার ৫৪৬ ভোট পেয়েছেন।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট ২১ মে (মঙ্গলবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১৪২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা তিন লাখ ৫০ হাজার ৬৬৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮১ হাজার ৪১৪ ও নারী ভোটার ১ লাখ ৬৯ হাজার ২৫৪ জন। এ উপজেলায় ভোট পড়ার হার ছিল ৪৬.৮৩ শতাংশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর