1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচন মে মাসে

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১২ বার পঠিত

আজকের নারায়নগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচন মে মাসে হবে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। এবারের উপজেলা পরিষদ নির্বাচন চার ধাপে হবে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার পর সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, ‘প্রথম ধাপের উপজেলা নির্বাচন হবে আগামী ৪ মে। এরপর দ্বিতীয় ধাপে  ১১ মে, তৃতীয় ধাপে মে ১৮ ও চতুর্থ ধাপে ২৫ মে পরবর্তী তিন ধাপের নির্বাচন হবে।’

দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। বিধি অনুযায়ী-উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করে। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।
তবে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় অথবা চতুর্থ ধাপে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন হতে পারে।
Facebook Comments Box
এই জাতীয় আরও খবর