1. admin@ajkernarayanganj.com : admin :
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সোনারগাঁয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাফ ডজন প্রার্থী

আজকের নারায়নগঞ্জ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩৫৩ বার পঠিত

আজকের নারায়ণগঞ্জ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন করতে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রচারণায় রয়েছেন প্রায় হাফ ডজন প্রার্থী। আলোচিত প্রার্থীদের মধ্যে সিংহভাগই হচ্ছেন সরকার দলীয়। বর্তমানে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঝড় তুলছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী।

উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা) পদে হাফ ডজনখানেক প্রার্থী প্রচারণায় রয়েছেন। এর মধ্যে বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সাবেক ভা্ইস চেয়ারম্যান কোহিনুর আক্তার রুমা, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.নুরজাহান, সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হেলেনা আক্তার, ফরিদা ইয়াসমিন শ্যামলি চৌধুরী ও শাহজাদী আক্তার সুমি প্রচার-প্রচারণায় রয়েছেন।

জানা যায়, আগামী ১১ মে দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রচার প্রচারনায় পুরোদমে মাঠে নেমেঠেন। এদের মধ্যে অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার প্রচারনা চালাচ্ছেন।

প্রচারনায় রয়েছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি। তিনি নিয়মিত উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ এলাকায় গণসংযোগ করছেন্

জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড.নুর জাহানকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারনা চালাতে দেখা গেছে। তিনি ২০১৭ সালে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। ওই নির্বাচনে নৌকা প্রতীকে মাত্র ৪৬৭ ভোট পেয়ে নৌকাকে ডুবিয়েছেন।

এছাড়া  সোনারগাঁ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হেলেনা আক্তার প্রচার প্রচারনা চালাচ্ছেন। তিনিও আলোচনায় রয়েছেন। বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে তৃতীয় হন। ফরিদা ইয়াসমিন শ্যামলি চৌধুরীও মাঠে প্রচারনায় রয়েছেন।

এদের মধ্যে কোহিনুর আক্তার রুমা ও শাহজাদী আক্তার সুমিকে মাঠে প্রচার প্রচারনায় দেখা যায়নি। তবে শাহজাদী আক্তার সুমিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারনা চালাচ্ছেন। তিনি উপজেলা কৃষকলীগের মহিলা বিষয়ক যুগ্ম আহবায়ক।

 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর